Technology

4 months ago

Google Wallet: পেমেন্ট করা যাবে না গুগল ওয়ালেট দিয়ে! তাহলে কী কী সুবিধা মিলবে?

Google Wallet
Google Wallet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসম্প্রতি চালু হয়েছে গুগল ওয়ালেট। নতুন এই অ্যপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা। কিন্তু এই ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন না ব্যবহারকারীরা। তাহলে কী কাজে ব্যবহার করা যাবে?

কী কী সুবিধা মিলবে?

গুগলের তরফে জানানো হয়েছে, এই অ্য়াপের মাধ্যমে সিনেমা ও ফ্লাইটের টিকিট, বিভিন্ন অফার ভাউচার ইত্যাদি সেভ করে রাখা যাবে। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া, ফ্লিপকার্ট, PVR সহ নামী ২০টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে তারা। ওই সব সংস্থার ডিজিট্যাল অ্যাসেট সেভ করা সম্ভব গুগল ওয়ালেটে।

কোন ফোনে এই অ্য়াপটি চলবে?

অ্য়ান্ডরয়েড ভার্সন ৯ বা তার উপরের ভার্সনগুলিতে এই অ্য়াপটি চালানো সম্ভব। তবে গুগল অ্য়াকাউন্ট দিয়েই সাইন ইন করতে হবে।

You might also like!