Technology

1 month ago

Google Doodle: গুগল নয়া চমক,থাকছে গেম খেলার সুযোগ

Google Doodle
Google Doodle

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবারও একটি নতুন ডুডল(Doodle) নিয়ে হাজির গুগল(Google)। এ বারে গুগলের ভাবনায় 'রাইস অফ দ্য হাফ মুন(Rise of the half moon)।' নভেম্বরের এই বিশেষ সময়কে ফুটিয়ে তুলতেই গুগলেত এই বিশেষ ভাবনা। তবে আজকের ডুডলে রয়েছে বিশেষ চমক। এই ডুডলের মাধ্যমে একটি গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা। সঠিক জায়গায় চাঁদ বসিয়ে গেম জেতা যাবে। এই খেলার মাধ্যমে লুনার বিভিন্ন অবস্থান এবং দশা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।


You might also like!