Technology

7 months ago

ক্যামেরা থেকে ফাস্ট চার্জিং,গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Vivo V30 Pro

Vivo V30 Pro
Vivo V30 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভিভো গ্লোবাল মার্কেটে V-সিরিজের অধীনে Vivo V30 Pro নামে একটি নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ শোনা যাচ্ছে, এটি Vivo S18 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, যা গত বছর ডিসেম্বরে চীনে লঞ্চ করা হয়েছিল। ডিভাইসটি ইতিমধ্যেই ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG) এবং জিএসএমএ আইএমইআই (GSMA IMEI) সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। আর এখন Vivo V30 Pro গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে ফোনটির পারফরম্যান্সের পাশাপাশি স্পেসিফিকেশনও তুলে ধরেছে৷

Vivo V30 Pro এর দাম

ইন্দোনেশিয়ার মার্কেটে ভিভো V30 Pro 5জি ফোনটি 12GB র‍্যাম এবং 512GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেখানে এই ফোনটির দাম Rp. 8,999,000 অর্থাৎ প্রায় 47,000 টাকা রাখা হয়েছে। মনে করিয়ে দিই ভারতে এই ফোনটি আগামী 7 মার্চ লঞ্চ করা হবে এবং ভারতেও এই ফোনের দাম প্রায় 45,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Vivo V30 Pro এর স্পেসিফিকেশন

পারফরম্যান্স: ভিভো V30 প্রো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ OS 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 অ্যাক্টাকোর প্রোসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা :ভিভো V30 প্রো ফোনের সেলফি ক্যামেরা এই ফোনের একটি অন্যতম ফিচার। কোম্পানি তাদের এই নতুন ফোনটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ বাজারে পেশ করেছে। এতে অটো ফোকাস গ্রুপ ফোটো ফিচার রয়েছে। এই ক্যামেরা 92° ফিল্ড অফ ভিউ ও এফ/2.0 অ্যাপারচারযুক্ত একটি 5পি লেন্স।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ওআইএস ফিচার সহ এবং এফ/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে এফ/2.0 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.85 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে।

মেমরি: এই ফোনটি গ্লোবাল বাজারে 12জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং ফোনটি 12জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে। ভার্চুয়াল র‍্যাম এবং ফিজিক্যাল র‍্যাম মিলিয়ে Vivo V30 Pro ফোনে 24জিবি র‍্যামের পারফরমেন্স পাওয়া যায়। এতে 512জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটি LPDDR5X RAM + UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে।

স্ক্রিন: ভিভো V30 প্রো স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির স্ক্রীনে রয়েছে। এই স্ক্রিনটি এমোলেড প্যানেলে দিয়ে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটির স্ক্রীন 2800 নিট ব্রাইটনেস এবং 452 পিপিআই সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 Pro 5G ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি রয়েছে।


You might also like!