Technology

9 months ago

Samsung Health App: ওষুধ খেতে ভুলে যাচ্ছেন!ফোনই মনে করিয়ে দেবে সে কথা,দারুন ফিচার আনছে স্যামসাং

Samsung Health (Symbolic Picture)
Samsung Health (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওষুধ প্রানদায়ী একটি উপকরন। বহু মানুষ আছেন, যারা রোগ নিরাময়ের জন্য সারা দিনে একাধিকবার ওষুধ খান। আবার কেউ কেউ শরীরচর্চা, রূপচর্চা-সহ একাধিক কারণে ওষুধ নেন। কিন্তু, ইঁদুর দৌড়ের যুগে ঠিক সময়ে ওষুধ খেতে ভুলে যান অনেকেই।

এবার থেকে আর ভুলবেন না।আপনার স্মার্টফোন ভুলতে দেবে না। যা যা ওষুধ নেন তা সব ট্র্যাক করতে পারবেন এবং সময় মতো সেটি খাওয়ার রিমাইন্ডারও পেয়ে যাবেন। এই সুবিধা আনছে Samsung Health অ্যাপ। যেখানে ইউজার কী কী ওষুধ খান তার তথ্য ম্যানুয়ালি দিতে পারবেন। কখন নেন, কতটা নেন সব তথ্য সেখানে দেওয়া যাবে।

প্রসঙ্গত, হেলথ অ্যাপে নতুন ফিচার আনার ঘোষণা করেছে স্যামসাং। চলতি মাসের মধ্যে একটি বড় আপডেট আসতে চলেছে অ্যাপে। তবে প্রাথমিক ভাবে কয়েকটি দেশেই পাওয়া যাবে এই সুবিধা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। মেডিকেশন ফিচারের মাধ্যমে শুধু ওষুধ খাওয়া মনে করাবে না, আপনার ওষুধের পাতা শেষ হয়ে গেলে তার নোটিফিকেশনও পাঠাবে স্যামসাং। শুধু তাই নয় যে ওষুধ নেবেন তা ওই রোগের জন্য সঠিক কিনা, সাইডে এফেক্ট রয়েছে কিনা সব জানা যাবে অ্যাপে। ডাক্তারের পরামর্শ দরকার কিনা তাও বলে দেবে এই ফিচার। Elsevier নামক এক কোম্পানির বিশেষজ্ঞদের মাধ্যমে এই ফিচার সাজাবে স্যামসাং।

কোম্পানি জানিয়েছে, ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 বা তার বেশি হলেই সুবিধাটি পাওয়া যাবে। Samsung Health অ্যাপ ভার্সন 6.26 বা তার বেশি ব্যবহার করতে হবে সুবিধা পাওয়ার জন্য। তবে জানা গিয়েছে, ফোন অনুযায়ী নির্ভর মেডিসিন ফিচার।

যারা রোগ নিরাময়ের জন্য নিয়মিত ওষুধ খান এবং ব্যস্ত থাকার কারণে তা সঠিক সময়ে খেতে ভুলে যান, তাঁদের জন্য বেশ কার্যকরী ফিচার হতে পারে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারত-সহ অন্যান্য দেশে এই সুবিধা কবে থেকে চালু হবে তা জানায়নি স্যামসাং।নতুন আপডেটের মাধ্যমে আগামী দিনে সমস্ত স্যামসাং ব্যবহারকারীদের ফোনেই পাওয়া যেতে পারে এই ফিচার।

You might also like!