Technology

7 months ago

22 ফেব্রুয়ারি লঞ্চ হবে Xiaomi 14 Ultra,পাওয়া যাবে অসাধারণ ক্যামেরা

Xiaomi 14 Ultra
Xiaomi 14 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃXiaomi আগামী ২২ ফেব্রুয়ারি চীনে লঞ্চ করতে চলেছে Xiaomi 14 Ultra ফোন। ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়েছে। পাশাপাশি সংস্থাটি লঞ্চের আগে তাদের সবচেয়ে প্রিমিয়াম এই ফোনের ফিচার টিজার করে চলেছে। আজ আবার Xiaomi 14 Ultra মডেলের অফিসিয়াল ছবি (ইমেজ) শেয়ার করা হয়েছে।

Xiaomi 14 Ultra এর ডিজাইন

ইমেজে দেখা যাচ্ছে Xiaomi 14 Ultra ফোনের ডিজাইন Xiaomi 13 Ultra এর থেকে কিছুটা আলাদা।

ফোনের বা প্যানেলে বড় গোল ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল এলইডি ফ্ল্যাশ ইউনিট এবং মাঝে লেসিয়ার ব্র্যান্ডিং থাকবে।

ফোনটির ফ্রন্ট প্যানেল মাইক্রো কার্ভ রাখা হবে। ফলে ফোনটির লুক বেশ প্রিমিয়াম।

ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট রয়েছে এবং ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন অবস্থিত।

Xiaomi 14 Ultra ফোনের হোয়াইট এবং সিলভার কালার টিজ করা হয়েছে এবং উভয় মডেলের ব্যাক প্যানেলে লেদার ফিনিশ রয়েছে।

এই ফোনের একটি ব্লু কালাএর এবং গ্লাশ ব্যাক সহ মডেলও লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এই মডেলটি শুধুমাত্র চীনে পেশ করা হতে পারে।

এছাড়াও কোম্পানি Xiaomi 14 Ultra ফোনের একটি টাইটেনিয়াম মডেলে কাজ করছে এবং এই মদেলতিও চিন এক্সক্লুসিভ হতে পারে।

Xiaomi 14 Ultra ফোনের ক্যামেরা ডিটেইলস

Xiaomi জানিয়ে দিয়েছে Xiaomi 14 Ultra ফোনে 50 মেগাপিক্সেল LYT-900 প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি সেকেন্ড জেনারেশন 1 ইঞ্চির সেন্সর। এই লেন্সে f/1.63 থেকে f/4.0 পর্যন্ত ভেরিয়েবল অ্যাপার্চারের সুবিধা পাওয়া যাবে।

এই ফোনে টেলিফটো লেন্স হিসাবে 50 মেগাপিক্সেল IMX858 ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এটি f/1.8 অ্যাপার্চার, 75 এমএম ফোকাল লেন্থ এবং 3.2x অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

এই ফোনে 50 মেগাপিক্সেল সোনী IMX858 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে কোম্পানি জানিয়েছে। এতে এফ/2.5 অ্যাপার্চার, 120 এমএম ফোকাল লেন্থ এবং 5x অপটিক্যাল জুম পাওয়া যাবে।

এখনও পর্যন্ত এই ফোনের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্পর্কে কিছু জানা যায়নি।

Xiaomi 14 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Xiaomi 14 Ultra ফোনে 6.7 ইঞ্চির কোয়াড কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 2K রেজোলিউশন, পাঞ্চ হোল কাটআউট ডিজাইন এবং ইন্ডাস্ট্রি বেস্ট 144Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

প্রসেসর: এই ফোনে কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 14 Ultra ফোনে 90 ওয়াট ফাস্ট চার্জিং এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,180mAh ব্যাটারি থাকতে পারে।

অন্যান্য: Xiaomi 14 Ultra ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5জি, ব্লুটুথ এবং ওয়াইফাই দেওয়া হতে পারে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ব্র্যান্ডের হাইপার ওএসের সঙ্গে পেশ করা হতে পারে।


You might also like!