Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Technology

5 months ago

Car Care Tips: গরমকালে বাড়ছে গাড়িতে আগুন লাগার ঘটনা, সতর্ক থাকুন, গাড়ির আয়ু দীর্ঘায়িত করুন!

Take Care of Your Car in Summer
Take Care of Your Car in Summer

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দিনে দুপুরে রাস্তায় বেরোনোই যেন কঠিন হয়ে উঠেছে। এই গরমে যেমন আপনি কষ্ট পান, তেমনই আপনার প্রিয় গাড়িটিও ভুগছে প্রচণ্ড তাপের চাপে। গ্রীষ্মকালে গাড়ির ইঞ্জিন, ব্যাটারি, টায়ার থেকে শুরু করে গাড়ির অভ্যন্তরীন অংশগুলি পর্যন্ত মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। এমনকি সামান্য অসতর্কতায় গাড়িতে আগুন লাগার মতো দুর্ঘটনাও ঘটতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মে গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা গেলে তা যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের দিকে ঠেলে দিতে পারে। ফলে বিপদের আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। তাই গরমকালে গাড়িকে সুস্থ রাখতে কিছু সহজ অথচ জরুরি টিপস মেনে চলা অত্যন্ত প্রয়োজন। 

∆  গরমকালে গাড়ির যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ টিপস: 

১. ব্যাটারির উপর নজর দিন:গরমে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে। ব্যাটারির কানেকশন পরিষ্কার ও শক্ত করে রাখুন এবং নিয়মিত চার্জ চেক করুন।

২. ইঞ্জিন কুল্যান্ট পর্যাপ্ত আছে কিনা দেখুন: ইঞ্জিনের অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে কুল্যান্টের পরিমাণ ঠিক রাখুন। প্রয়োজনে মেকানিকের সাহায্য নিন।

৩. টায়ার চেক করুন: গরমে টায়ারের ভিতরের বাতাস প্রসারিত হয়, ফলে ফাটার সম্ভাবনা থাকে। নিয়মিত টায়ারের প্রেসার পরীক্ষা করুন এবং অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন।

৪. গাড়ির ইন্টেরিইয়ার সুরক্ষিত রাখুন: সূর্যের তাপে গাড়ির ড্যাশবোর্ড, সিট কভার ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে পারে। সানশেড ব্যবহার করুন, প্রয়োজন হলে গাড়ি কভার দিয়ে ঢেকে রাখুন। 

৫. পার্কিংয়ের সময় ছায়া খুঁজুন: গরমকালে রোদে পার্কিং করলে গাড়ির তাপমাত্রা দ্রুত বাড়ে। ছায়াযুক্ত জায়গায় গাড়ি পার্ক করুন।

৬. ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ খালি রাখবেন না: খালি ট্যাঙ্কে বেশি গরমে বাষ্প তৈরি হয়ে বিস্ফোরণের সম্ভাবনা বাড়ে। তাই অন্তত ট্যাঙ্কর অর্ধেক ভর্তি রাখুন।

গ্রীষ্মকালে উপরিউক্ত সাবধানতাগুলি মেনে চললে আপনার গাড়ি যেমন সুস্থ থাকবে, তেমনই দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই কমবে। মনে রাখবেন, গাড়ি শুধু একটি যানবাহন নয়, অনেকের কাছেই এটা জীবনের একটি অঙ্গ। তাই তাপপ্রবাহের সময় গাড়ির যত্ন নিতে যেন কোনও খামতি না থাকে।  

You might also like!