Technology

9 months ago

ই-সিম সাপোর্ট সহ নতুন স্মার্টওয়াচ আনল Boat Lunar Pro LTE

Boat Lunar Pro LTE
Boat Lunar Pro LTE

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশি ওয়্যারেবল ব্র্যান্ড boAt একটি দুর্দান্ত স্মার্টওয়াচ লঞ্চ করেছে। Reliance Jio-র সঙ্গে জুটি বেঁধে স্মার্টওয়াচটি তৈরি করেছে সংস্থাটি। ঘড়িটির নাম boAt Lunar Pro LTE। এই স্মার্ট হাতঘড়িটি Jio eSIM কম্প্যাটিবল। অর্থাৎ স্মার্টওয়াচে আপনি Jio সিম দিয়ে চালাতে পারবেন! আর এই সিম পরিষেবা থাকার ফলে সরাসরি ঘড়ি থেকেই কল করতে ও ধরতে পারবেন। পাশাপাশি SMSও এই ঘড়ি থেকেই সরাসরি সেন্ড ও রিসিভ করতে পারবেন। খুব সহজে বলতে গেলে boAt Lunar Pro LTE স্মার্টওয়াচ যদি আপনার কাছে থাকে, তাহলে ফোন সঙ্গে রাখার দরকার হবে না। কারণ, কল বা মেসেজ সবই এই ঘড়ি থেকেই করতে পারবেন।

Boat Lunar Pro LTE-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Boat Lunar Pro LTE স্মার্টওয়াচটি কবে থেকে কিনতে পাওয়া যাবে এবং এর দাম কত থাকবে তা এখনো পর্যন্ত সংস্থার তরফে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এর সেল শুরু হবে এবং সেসময় ঘড়িটির দাম জানা যাবে।

Boat Lunar Pro LTE-এর স্পেসিফিকেশন ও ফিচার

Boat Lunar Pro LTE স্মার্টওয়াচটি ১.৩৯ ইঞ্চি গোলাকৃতির অলওয়েজ অন অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। তাছাড়া এর ডান ধারে রয়েছে দুটি বাটন, যার মাধ্যমে সহজেই ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা যাবে। আবার এতে থাকবে একাধিক ওয়াচফেস। আগেই বলা হয়েছে, স্মার্টওয়াচটিতে ই- সিম কানেক্টিভিটি উপলব্ধ। তাই স্মার্টফোন ছাড়াই ঘড়িটির মাধ্যমে ফোন কল ধরতে এবং মেসেজ করা সম্ভব। আবার এতে ব্লুটুথ কলিং ফিচারও সাপোর্ট করবে।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে নয়া ওয়্যারেবলে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্লিপ প্যাটার্ন ট্র্যাকার উপলব্ধ। সেইসঙ্গে এতে পাওয়া যাবে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। এখানেই শেষ নয়, ঘড়িটি ইনবিল্ট জিপিএস সাপোর্ট সহ এসেছে। ফলে সহজেই ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করা সম্ভব।

এবার আসা যাক Boat Lunar Pro LTE স্মার্টওয়াচর ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫৭৭ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে ৫ দিন পর্যন্ত পাওয়ার সরবরাহ করতে সক্ষম। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল কুইক ডায়াল প্যাড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, সিডেন্টারি অ্যালার্ট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, ওয়েদার, অ্যালার্ম, কাউন্ট ডাউন, স্টপওয়াচ, ডু নট ডিস্টার্ব এবং ফাইন্ড মাই ফোন ফিচার। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।


You might also like!