Technology

7 months ago

Whatsapp: Whatsapp স্ট্যাটাসে অডিও বার্তা! বড়সড় আপডেট উপস্থিত

Whatsapp Audio Massage (Symbolic Picture)
Whatsapp Audio Massage (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যবহারকারীদের সুবিধার্থে বরাবর নতুন নতুন ফিচার আনার চেষ্টায় থাকে জুকারবার্গের সংস্থা WhatsApp। এবার স্টেটাসে অডিও পোস্টের ক্ষেত্রে বড়সড় আপডেট আনতে চলেছে সংস্থা। যা ব্যাবহারকারীদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

বর্তমান সময়ে আট থেকে আশি সকলেই স্মার্টফোন ও সোশাল মিডিয়ায় সরগড়। দিনের অধিকাংশ সময়ই মানুষ ব্যস্ত থাকেন হোয়াটসঅ্যাপে। তবে সেটা নিছক বিনোদনের জন্য নয়। এখন অধিকাংশ অফিসিয়াল কাজও হয় হোয়াটসঅ্যাপে। ফলত সংস্থা সবসময় চেষ্টা করে অ্যাপটিকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলার। সংস্থা সূত্রে খবর, এবার স্টেটাসে অডিও বার্তা দেওয়ার ক্ষেত্রে আসছে বড়সড় পরিবর্তন। বিষয়টা ঠিক কী? আগেও স্টেটাসে অডিও বার্তা দেওয়া যেত। কিন্তু সেক্ষেত্রে সময়সীমা ছিল ৩০ সেকেন্ড। এবার তা বাড়তে চলছে বলেই খবর। সংস্থা সূত্রে খবর, এবার থেকে স্টেটাসে ১ মিনিটের অডিও ক্লিপ দিতে পারবেন ব্যবহারকারীরা। যা ব্যবহারকারীদের কাছে অত্যন্ত আকর্ষনীয় হবে বলেই দাবি সংস্থার।

সোশাল মিডিয়ায় WA Beta Info-র তরফে যে স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, সেটা অনুযায়ী স্টেটাসে গিয়ে মাইক্রোফোন বাটনে ক্লিক করে অডিও রেকর্ড করতে পারবেন। সেখানেই অপশন মিলবে অডিওটি স্টেটাসে দেওয়ার। প্রসঙ্গত, শুধু অডিও ক্লিপই নয়। ভিডিওর ক্ষেত্রেও বড় আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। এতদিন শুধুমাত্র ৩০ সেকেন্ডের ভিডিও দেওয়া যেত স্টেটাসে। সেক্ষেত্রেও বাড়তে চলছে সময়সীমা। বেড়ে হচ্ছে ১ মিনিট।

You might also like!