পুরী, ২৩ অক্টোবর: ঘূর্ণিঝড়ের আতঙ্কে প্রহর গুনছে ওডিশা। ওডিশার গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেওনঝড়, ঢেঙ্কানল, জাজপুর, আঙ্গুল, খুরদা, নয়াগড় এবং কটকে দুর্যোগের শঙ্কা রয়েছে। আগাম সতর্কতা হিসাবে শুক্রবার পর্যন্ত ওডিশার এই ১৪টি জেলায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার গভীর রাতেই ভুবনেশ্বরে এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম।
সৈকত শহর পুরী ইতিমধ্যেই পর্যটকশূন্য করা দেওয়া হয়েছে। ভিন রাজ্য থেকে ঘুরতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের পুরী ছাড়ার জন্য বলে দিয়েছে ওডিশা সরকার। বৃহস্পতি ও শুক্রবার কোনও পর্যটককে পুরী ভ্রমণে না আসার পরামর্শও দিয়েছে সে রাজ্যের সরকার। সামুদ্রিক ঘূর্ণিঝড় "দানা"-র সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেল আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১৫১টি ট্রেন বাতিল করেছে।