Life Style News

3 months ago

solar eclipse 2025: সূর্যগ্রহনের সময় গর্ভবতি মহিলারা কী কী কাজ করবেননা? জেনে নিন আজকের প্রতিবেদনে!

solar eclipse 2025
solar eclipse 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। তবে কোনও গ্রহণকেই শুভ বলে ধরা হয়না। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চলে যায় এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারেনা, তখনই মূলত সূর্যগ্রহণ হয়। চলতি বছর প্রথম সূর্যগ্রহণ ঘটবে ২৯শে মার্চ। সময় শুরু হবে দুপুর ২ টো ২০ মিনিট থেকে, যা চলবে ৬টা ১৬ মিনিট পর্যন্ত। গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবেনা। সূর্যগ্রহণ মীন রাশি ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঘটতে চলেছে।

সূর্য গ্ৰহণের সময়ে গর্ভবতি মহিলারা কোন কোন কাজ করবেননা, জেনে নিন! 

১) জ্যোতির বিশেষজ্ঞদের মতে, গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের রান্নাঘরে কোনও কাজ করা উচিত নয়। এমনকি রান্না পর্যন্ত করবেন না।

২) গর্ভবতী মহিলারা এই সময়ে খাবেন না কিংবা কাউকে কোনও খাবার দেবেন না। যদি খাবার রান্না করা থাকে তাতে তুলসী পাতা দিয়ে দিন।

৩) গ্রহণের সময় কোনও সেলাইয়ের কাজ করবেন না অর্থাৎ সুতো একদমই ভুলে হাতে নেবেন না। এর অনথ্যা হলে আপনার সন্তানের ক্ষতি হতে পারে।

৪) এই গ্রহণের সময় আপনারা কোনও  ধরনের নতুন কাজ করার কথা  চিন্তাও করবেন না।এর অনথ্যা হলে অশুভ প্রভাব পড়বে আপনাদের উপর।

 ৫) এই সময় কোনও ধারালো জিনিস ভুলেও হাতে নেবেন না। এতে আপনার শিশুর উপর খারাপ প্রভাব পড়বে।

 ৬) মহিলাদের গ্রহণের সময় কোনও দেব-দেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয়। শুধু মনে মনে দেবতার নাম স্মরণ করা উচিত।

 ৭) গ্রহণের সময় বলে ভুলেও ঘুমাবেন না। শুধু তাই নয়, ভগবানের নামে ধ্যান করবেন। পুজো করবেন না।

 ৮) গর্ভবতী মহিলারা গ্রহণের সময় দৌড়াদৌড়ি করবেন না, কোনও কাজ করবেন না। এই সময়ে ঘরে বিশ্রাম নেবেন, ঘরের বাইরে বের হবেন না।

  ৯) সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলারা ভুলেও আকাশের দিকে তাকাবেন না, ঘর থেকে গ্ৰহণ চলাকালীন বাইরে না বেরোনোই সঠিক পদক্ষেপ হবে।


You might also like!