Breaking News
 
Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা Cristiano Ronaldo: অবসর নিয়ে জল্পনার অবসান! ২০২৬ বিশ্বকাপের আগেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা রোনাল্ডোর

 

Life Style News

1 hour ago

Fashion Tips: বিয়েবাড়ির সাজে অভিনবত্বের ছোঁয়া রাখতে চান? ফ্যাশান সেগমেন্টের এই ভুলগুলো এড়িয়ে চলুন!

Indian Wedding Fashion
Indian Wedding Fashion

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাইরে হালকা শিরশিরে হাওয়া বইছে, শীতের মরশুম দরজায় কড়া নাড়ছে। আর শীত মানেই তো বিয়ের সানাইয়ের সুর! বিয়েবাড়িতে কী পরবেন, কীভাবে ভিড়ের মাঝে নিজেকে আলাদা করে তুলবেন—এই চিন্তাতেই মশগুল অনেকে। কিন্তু জানেন কি, সবার থেকে আলাদা হয়ে ওঠার মূল রহস্যটাই লুকিয়ে আছে সঠিক পোশাক নির্বাচনে। পোশাক বাছাইয়ে সামান্য ভুলও কিন্তু সাজগোজের সব পরিশ্রম নষ্ট করে দিতে পারে। তাই ফ্যাশনের এই মৌসুমে পোশাক বাছাইয়ের সময় নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতেই হবে।

১। যাঁরা বিয়েবাড়িতে শাড়ি পরতে চান না, একসময় আনারকলিই ছিল তাঁদের প্রথম পছন্দ। আপনিও কি ভাবছেন, বিয়েবাড়িতে তেমন কিছু পরবেন? ভুলেও না। এই পোশাক পরবেন না। কারণ, ফ্যাশনের বদল হয়েছে। এখন আনারকলি একেবারেই আউটডেটেড।

২। বেশি জমকালো, ভারী গাউন ভুলেও পরবেন না। তাতে অস্বস্তি হতে পারে। পরিবর্তনে হালকা কোনও পোশাক পরুন।

৩। একসময় এবড়ো খেবড়ো ঝুলের পোশাক মহিলাদের ফ্যাশনে ইন ছিল। তবে এখনও সেই ডিজাইন বেশ পুরনো। তাই ভুলেও বিয়েবাড়ির মরশুমে এই ধরনের পোশাক বাছবেন না। 

৪। কুর্তার সঙ্গে ধোতি প্যান্ট একসময় মহিলারা বেশ আপন করে নিয়েছিলেন। বর্তমানে তা আর চলে না। জায়গা দখল করে পালাজো কিংবা ড্রেপড স্কার্ট। তাই ইন্দো ফিউশন সাজ চাইলে পালাজো কিংবা ড্রেপড স্কার্ট বেছে নিন। ধোতি প্যান্টে মোটেও না।

৫। বিয়েবাড়িতে পরার জন্য প্লিটেড সালোয়ার বাছবেন না। তাতে আপনাকে মোটা লাগতে পারে। পরিবর্তে সালোয়ারের সঙ্গে স্ট্রেট কিংবা সিগারেট কাট প্যান্ট পরুন।

৬। শাড়ি বাছাইয়ের ক্ষেত্রে রং খুব গুরুত্বপূর্ণ। বেশি চড়া রঙের শাড়ি বাছবেন না। পরিবর্তে হালকা রঙের শাড়ি পরুন।

৭। পুরুষরাও বিয়েবাড়িতে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরও সাবধানী হোন। ভারী কাজ করা শেরওয়ানি পরবেন না। পরিবর্তে হালকা রঙের পাঞ্জাবি বাছতে পারেন।

৮। একসময় জরির কাজ করার ভেলভেটের কাজ করা শেরওয়ানির চল ছিল। এখন তা আউটডেটেড। ভুলেও এই ধরনের পোশাক পরবেন না।

এই শীতে যদি বিয়েবাড়ি যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আর দেরি না করে এখনই শুরু করুন প্রস্তুতি। বেরিয়ে পড়ুন আজই কেনাকাটার উদ্দেশ্য। 

You might also like!