Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Life Style News

1 year ago

How much powder to apply in summer:গরমে কতটুকু পাউডার মাখবেন

How much powder to apply in summer
How much powder to apply in summer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের আবহাওয়াটাই এমন যে গরমের সময় ত্বকে একটা বাড়তি চিটচিটে ভাব হয়েই যায়। এই চিটচিটে ভাব কাটাতে দারুণ কাজে দেয় ট্যালকম পাউডার।

পাউডার ঘাম শোষণ করে। ত্বক থেকে নিঃসৃত তেলও শোষণ করে। আর তাই গরমের সময় পাউডার ব্যবহার করলে খানিকটা স্বস্তি পাওয়া যায়। তবে খুব বেশি পাউডার ব্যবহারও আবার ঠিক নয়। তাতে ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব হারিয়ে যায়। তাই ধরাবাঁধা নিয়ম করে রোজ নয়, আবহাওয়া বুঝে, প্রয়োজন অনুযায়ী ট্যালকম পাউডার ব্যবহার করতে হবে। এমনটাই বলছিলেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।

পাউডার ব্যবহারে কী কী উপকার মেলে, আর স্বস্তি পেতে কীভাবেই-বা ব্যবহার করা উচিত ট্যালকম পাউডার, জেনে নেওয়া যাক।

ত্বক শুষ্ক রাখতে পাউডার

পাউডার তেল ও ঘাম শোষণ করে বলে ত্বক থাকে শুষ্ক। ‘ম্যাট লুক’ আনতে তাই কাজে দেয় পাউডার। ট্যালকম পাউডার তো বটেই, মেকআপের সময় ব্যবহৃত কমপ্যাক্ট পাউডারও কিন্তু ত্বকের বাড়তি তেল শোষণ করে নেয়। মেকআপের স্থায়িত্ব বাড়াতে ও ঔজ্জ্বল্য ধরে রাখতে কাজে দেয় কমপ্যাক্ট পাউডার।

ঘামাচি প্রতিরোধ ও প্রতিকার

পাউডার ঘামাচি প্রতিরোধে সহায়তা করে। আবার ঘামাচি প্রতিকারেও কাজে দেয়। তবে এ ধরনের উপকার পেতে ঘামাচি পাউডারই যে বেছে নিতে হবে, তেমনটা কিন্তু নয়। সাধারণ পাউডার থেকেও উপকার পাবেন।

সুগন্ধি হিসেবে পাউডার

ঘাম শোষণ হয়ে গেলে ঘামের দুর্গন্ধের ঝুঁকি এমনিতেই কমে যায়। তা ছাড়া কোনো কোনো পাউডারে বাড়তি সুগন্ধি উপকরণও থাকে। এগুলোও ব্যবহার করা যেতে পারে। তবে কোনো কোনো সুগন্ধি উপকরণে কারও কারও অ্যালার্জি থাকতে পারে। নির্দিষ্ট কোনো উপকরণে অ্যালার্জির উপসর্গ দেখা দিলে অবশ্যই তা এড়িয়ে চলতে হবে।

কখন প্রয়োগ করবেন

গরম আবহাওয়ায় বা রোদে যাওয়ার আগে ত্বকে পাউডার লাগিয়ে নিতে পারেন। বাইরে যাওয়ার আগে সান প্রোটেকশন ফ্যাক্টরসমৃদ্ধ পাউডারও লাগাতে পারেন। বিশেষত যখন ধুলাবালুযুক্ত আবহাওয়ায় আপনাকে বেরোতে হচ্ছে, তখন রোদ থেকে সুরক্ষা পেতে সানস্ক্রিন ক্রিম বা লোশনের চেয়ে এ ধরনের পাউডার বেছে নেওয়া ভালো।

অতিরিক্ত ব্যবহার ঠিক নয়

ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব ত্বকের সুরক্ষার জন্য প্রয়োজনীয়। পাউডারজাতীয় কোনো প্রসাধনীই তাই খুব বেশি ব্যবহার করা উচিত নয়। খুব পুরু স্তর করে পাউডার লাগানোও উচিত নয়। ঘন ঘন পাউডার প্রয়োগ করা থেকেও বিরত থাকতে হবে। অতিরিক্ত ঘাম হওয়ার কারণে পাউডার সরে গেলে আবার পাউডার দেওয়া যাবে, তবে আগেরবার লাগানো পাউডার ধুয়ে নিয়ে কিংবা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেওয়ার পর।

ভেজা ত্বকে প্রয়োগ করবেন না

ভেজা ত্বকে পাউডার প্রয়োগ করলে তা জমাট বেঁধে গিয়ে লোমকূপ আটকে যেতে পারে। তাই ত্বক পানিতে ভেজা থাকলে বা ঘেমে থাকলে প্রথমে শুকনা কাপড় বা তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। এরপর লাগাতে হবে পাউডার।


You might also like!