Life Style News

4 months ago

Home Birds: বাসা নয়, আকাশেই ডিম পাড়ে হোমা! কেন জানেন?

Homa Bird
Homa Bird

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কাক, কোকিল সহ বিশ্বে সকল পাখিরাই বাসাতে ডিম পাড়ে। যত দিন না পর্যন্ত ডিম ফুটে বাচ্ছা না হচ্ছে, ততদিন বাসাতে বসেই বাচ্ছার নজর রাখেন মা পাখি। কিন্তু এই বিশ্বে এমন এক পাখি আছে, যে আকাশে উড়তে উড়তেই ডিম পাড়ে এবং সেই ডিম তৎক্ষণাৎ ফুটে আকাশে উড়তে শুরু করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন এই পাখিটি হল হেমা পাখি। কিন্তু কেন এমন করে এই পাখি?

অনেকের কাছেই হোমা পাখি 'রেসিং হোমা' নামেও পরিচিত। হোমা পাখির ডিমের কুসুম খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে বলে শোনা যায়। আসলে এই পাখিকে স্বর্গের দূত হিসাবে মনে করা হয়। পৃথিবীর পাপ যাতে তাকে স্পর্শ করতে না পারে তাই, আকাশেই ডিম পাড়ে এই পাখি, এমনটাই লোকমুখে প্রচলিত। 

তবে পৌরাণিক মতে এই পাখি ফিনিক্সের মতো। অর্থাৎ,কয়েকশো বছর পর নাকি আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোমা। আবার সেই ছাই থেকেই নতুন করে জন্ম নেয় হোমা পাখি।এই পাখিকে শুভ বা 'ভাগ্যের পাখি' বলেও মনে করে  কেউ কেউ। কথিত এই পাখি জীবিত ধরা যায় না, হোমা পাখিকে যে মারবে, তাঁর ৪০ দিনের মধ্যে মৃত্যু হয়। এই পাখি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়াতেই দেখতে পাওয়া যায়।

পক্ষী বিশারদদের  মতে,  "এই পাখি বাস্তবে এক পৌরাণিক চরিত্র। যে বর্ণনা এই পাখির পাওয়া যায়, তার সঙ্গে বাস্তবের কোনও পাখির চারিত্রিক বৈশিষ্ট্যের  কোনও মিল নেই। নানা পৌরাণিক গল্পে কেবল হোমা পাখি নয়, অনেক পশুকেও শুভ বলে বর্ণনা করা আছে।"তারা আরও দাবি করেন, "বিভিন্ন পুরনো মন্দির বা অন্যান্য জায়গায় এই হোমা পাখির যে ছবি দেখতে পাওয়া যায় তার সঙ্গে ল্যামারগিয়ার বিয়ারডেদ ভালচার পাখির খানিকটা সাদৃশ্য রয়েছে। তবে যে বৈশিষ্ট্যের কথা বলা আছে তার সঙ্গে কোনও মিল নেই। এমনকি পাখি বাসা বেঁধেই ডিম পাড়ে। এই সব পাখি বাস্তবে এক ধরনের শকুন। ঠিক যেমন আমাদের মহাকাব্যে গরুরের উল্লেখ রয়েছে, হোমা পাখিও ঠিক তাই।

You might also like!