কলকাতা, ৯ জুলাই : “সাধারণ মানুষের বহু কোটি টাকা নয়ছয় করে এই সব বন্ধ্যা সম্মেলন আর ‘কনক্লেভ' না করলেই চলছিল না?” বুধবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “শিল্পপতিরা আসবেন, মমতার অন্তঃসারশূন্য ভাষণ শুনবেন, খুব প্রশংসা করবেন। তারপর এই তৃণমূলের ক্যাওড়া-অধ্যুষিত রাজ্যে এক পয়সা বিনিয়োগ না করে বাড়ি ফিরে যাবেন।”
প্রসঙ্গত, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে গঠিত স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর তাঁর তরফে জানানো হয়, সম্ভাবনাময় ৮টি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে যাবতীয় সমস্যার জট কাটিয়ে শিল্পের বিকাশকে আরও ত্বরান্বিত করতে পুজোর পরই ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’ অনুষ্ঠিত হবে।