
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিনের বড় একটা অংশ কেটে যায় অফিসেই, আর বসের বকা খাওয়ার অভিজ্ঞতা—তা তো প্রায় সবারই আছে! ফলে বস ও কর্মীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব কমই দেখা যায়। অনেকেরই অফিসে যাওয়ার কথা মনে হলেই মন খারাপ হয়ে যায়। কিন্তু জীবিকার তাগিদে চাকরি তো করতেই হয়। তাই বসের সঙ্গে সম্পর্ক খারাপ হলে তার প্রভাব যে আপনার পদোন্নতি ও বেতনের ওপর পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। তাই অকারণ মনোমালিন্য না বাড়িয়ে, বরং সহজ কৌশলে বসের সঙ্গে সম্পর্কটাকে মজবুত করাই বুদ্ধিমানের কাজ।
১. বসের প্রায়োরিটিগুলো বুঝুন সময় নিয়ে। বস কী বলছেন, কেন বলছেন সেটা বুঝুন। বস কটু কথা বললে খারাপ লাগা খুব স্বাভাবিক। কিন্তু কখনও নিজেকে তাঁর জায়গায় বসিয়ে দেখুন। দেখবেন, হয়তো রাগ কমবে যাবে। তাঁর পরিস্থিতিটাও বুঝতে পারবেন।
২. বিশ্বাস অর্জনের জন্য স্পষ্টভাবে কথা বলা খুব প্রয়োজন। আপনি কী কাজ করছেন, কী সমস্যা হচ্ছে তা সরাসরি বসকে জানান। অন্যের মারফত জানার চেয়ে সমস্যাগুলো নিজের মুখে জানানোই ভালো। তাতে ভুল বোঝাবুঝির জায়গা থাকে না।
৩. দায়িত্ব নিন। যাতে বস নিশ্চিন্তে আপনাকে ভরসা করতে পারে। আপনি কীভাবে, কতটা দক্ষতার সঙ্গে নিজের কাজ সামাল দিতে পারছেন, এক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে যেখানে, যখন প্রয়োজন বসের পরামর্শ নিন। তাতে আপনার প্রতি বিশ্বাস বাড়বে বসের। যা আখেরে সম্পর্ক মজবুত করবে।
৪. সম্পর্ক কিন্তু কোনও কাজ নয়। স্রেফ সম্পর্ক ভালো করতে জোর করে কিছু করবেন না। বসের ওপিনিয়নগুলো শুনুন, বুঝুন। তার ভালো পরামর্শগুলোকে বাহবা দিন। তাঁর পরামর্শ মেনে কোনও কাজ করে যদি সুফল পেয়ে থাকেন, সরাসরি জানান, তাতে ভালো হবে সম্পর্ক।
৫. যা কাজ করছেন, বসের কাছে ফিডব্যাক চান। অর্থাৎ আপনার কাজ আগের থেকে ভালো হচ্ছে কি না, কতটা ভালো হচ্ছে, আর কতটা পরিবর্তন প্রয়োজন, তা নিজের উদ্যোগে জেনে নিন। তাতে বসও বুঝবেন, আপনি কাজটাতে ভালোবাসের, উন্নতির চেষ্টা করছেন।
