kolkata

3 days ago

Dilip Ghosh: পশ্চিমবঙ্গেও প্রয়োজন ডাবল ইঞ্জিনের সরকার, মন্তব্য দিলীপের

BJP Leader Dilip Ghosh
BJP Leader Dilip Ghosh

 

কলকাতা, ১৯ জানুয়ারি : পশ্চিমবঙ্গেও প্রয়োজন ডাবল ইঞ্জিনের সরকার, জোর দিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মোদী সরকারের মতো কোনও কেন্দ্রীয় সরকার বাংলাকে এত তহবিল দেয়নি। তহবিল আসছে, কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে তার কোনও জবাবদিহিতা নেই। রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকরা নিজেদের জীবনে উদাহরণ স্থাপন করেছেন; আমরা তাঁদের অনুকরণ করতে পারি। কেবল তাঁদের ছবি সামনে রেখে রাজনীতিতে জড়িয়ে পড়লেই চলবে না। প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলার মানুষ তা প্রত্যক্ষ করছেন।"

দিলীপ ঘোষ বলেন, "গতকাল এবং তার আগের দিন, রাজ্যের উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে তহবিল ঘোষণা করা হয়েছিল। এর আগেও, যদি আপনি মনমোহন সিং সরকারের সময় প্রদত্ত তহবিল এবং প্রধানমন্ত্রী মোদীর সরকারের সময় প্রদত্ত তহবিলের তুলনা করেন, তাহলে কয়েক লক্ষ কোটি টাকার পার্থক্য দেখা যায়। এটি প্রথমবারের মতো ঘটছে, এবং তহবিল সত্যিই আসছে।" দিলীপ বলেন, রাজ্যের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গেও প্রয়োজন ডাবল ইঞ্জিনের সরকার।

You might also like!