
কলকাতা, ২২ জানুয়ারি : কৰ্মব্যস্ত দিনের শুরুতেই বিঘ্নিত কলকাতা মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম) ভাঙা পথে চলে পরিষেবা। তবে, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু ছিল। অন্য দিকে, মহানায়ক উত্তমকুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যেও মেট্রো চলাচল করে। আপাতত রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ফলে কর্মব্যস্ত সময়ে অসুবিধার সম্মুখীন হয়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোকে মহানায়ক উত্তমকুমার স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তার পরেই যাত্রীদের মেট্রো থেকে নেমে যেতে বলা হয়। এরপরই ভাঙা পথে চলে মেট্রো। রবীন্দ্র সদনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। তবে, দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়।
