kolkata

3 days ago

Bengal SIR: এসআইআর, অভিযোগ ও আপত্তি সংক্রান্ত আর্জির শেষ দিন

Bengal SIR voter list deadline
Bengal SIR voter list deadline

 

কলকাতা, ১৯ জানুয়ারি : পশ্চিমবঙ্গে চলছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের ভোটারদের শুনানি। গত ২৭ ডিসেম্বর থেকে জেলায় জেলায় ওই শুনানি শুরু হয়েছে। 'নো ম্যাপিং' এবং তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি) ভোটারদের শুনানি করছে নির্বাচন কমিশন। শুনানিতে গতি আনতে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে কমিশন। প্রথম দিকে শুনানি নিয়ে একাধিক ‘অব্যবস্থা’র অভিযোগ ওঠে। পরে শুনানি প্রক্রিয়া কিছুটা শিথিল করা হয়। ৮৫ বছরের বেশি এবং অসুস্থ, প্রতিবন্ধী ভোটারদের শুনানি কেন্দ্রে যাওয়া থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। অন্য দিকে, খসড়া তালিকা নিয়ে অভিযোগ ও আপত্তির সময়সীমা বৃদ্ধি করেছিল কমিশন। সোমবার সেই সময়সীমা শেষ হচ্ছে।

You might also like!