kolkata

2 days ago

Kunal Ghosh :স্যালাইন কাণ্ডে তদন্ত হওয়া উচিত, আর পুলিশ তা করছে : কুণাল ঘোষ

Kunal Ghosh
Kunal Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্যালাইন কাণ্ডে তদন্ত হওয়া উচিত, আর পুলিশ তা করছে। এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার অভিযোগ করেন, সরকার ডাক্তারদের বিরুদ্ধে। এই অভিযোগ খারিজ করে দিয়ে কুণাল বলেছেন, "শুভেন্দু অধিকারী যা বলছেন তা ভুল। ইতিমধ্যেই স্যালাইনের (কোম্পানি) বিরুদ্ধে তদন্ত চলছে। নমুনা পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিছু ডাক্তার দায়িত্বজ্ঞানহীন মনোভাব দেখিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন না। জুনিয়র ডাক্তারদের অপারেশন থিয়েটারে পাঠানো হয়।"

কুণাল ঘোষ আরও বলেছেন, "এ বিষয়ে (স্যালাইন কাণ্ড) তদন্ত হওয়া উচিত এবং পুলিশ তা করছে। এতে তাঁদের সহযোগিতা করা উচিত, ভয় পাওয়ার কী আছে?... তদন্তে তাঁর (শুভেন্দু অধিকারীর) কী সমস্যা? তাঁরা কি সমর্থন করছেন যে, সিনিয়র সরকারি ডাক্তাররা নিজেদের দায়িত্ব পালন করেন না এবং জুনিয়র ডাক্তাররা ওটিতে গুরুতর অপারেশন করবেন এবং একজন রোগী নিজের জীবন হারান? তাঁরা কি এটা সমর্থন করছে?"

You might also like!