Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

7 months ago

Jagatdal Shoot Out: বাড়িতে পুলিশি হানা, হাই কোর্টের দ্বারস্থ অর্জুন সিং

Arjun Singh has filed a case in the Calcutta High Court
Arjun Singh has filed a case in the Calcutta High Court

 

কলকাতা, ২৮ মার্চ : বোমা-গুলি কাণ্ডে গত বুধবার রাত থেকে উত্তপ্ত ভাটপাড়া। ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিংকে বার বার নোটিস ধরিয়েছে পুলিশ। এরই মধ্যে তাঁকে 'গ্রেফতার করে খুনের চেষ্টা করা হতে পারে' বলে আশঙ্কা প্রকাশ করে শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। জগদ্দল গুলিকাণ্ডে দু’দিনে তিনবার থানায় তলব করা হয়েছে বিজেপি নেতা অর্জুন সিংকে। তাঁর বাড়ি মজদুর ভবনেও হানা দিয়েছে পুলিশ। অর্জুনবাবুর অভিযোগ, বিরোধী দলের নেতা হওয়ার কারণেই তাঁকে হেনস্থা করছে পুলিশ।

বুধবার রাতে জগদ্দলের মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল। খবর পেয়ে সেখানে যান ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপর অশান্তি বাড়তে থাকে, গুলি চলে বলে অভিযোগ। এই অশান্তি নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি, বুধবার রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি। আচমকা ২ রাউন্ড গুলির শব্দ পান। সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান। অর্জুন সিং অভিযোগ করেন, তিনিই ছিলেন হামলার লক্ষ্য। দু’পক্ষের বচসার মাঝে চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা।


You might also like!