কলকাতা, ২৬ জানুয়ারি : রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে। আবহাওয়াও শুষ্ক থাকবে। আগামী ক’দিন কিছুটা ঠান্ডা থাকলেও ২৯ জানুয়ারি রাজ্যে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার থাকবে। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ ও সর্বনিম্ন ৬১ শতাংশ।