kolkata

8 hours ago

MLA Jiban Krishna Saha Arrested: লকআপে ছেলেকে দেখে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন জীবনকৃষ্ণ

Arrested Trinamool Congress MLA Jiban Krishna Saha
Arrested Trinamool Congress MLA Jiban Krishna Saha

 

কলকাতা, ৩০ আগস্ট: নাটকীয় মুহূর্ত ব্যাঙ্কশাল আদালতে। আদালত কক্ষে ঢুকে স্ত্রী ও ছেলেকে দেখে আবেগপ্রবণ জীবনকৃষ্ণ সাহা। নাবালক ছেলেকে দেখে ছেলের গাল টিপে আদর করেন বড়ঞার তৃণমূল বিধায়ক। কাঠগড়ায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকিয়ে থাকেন। তারপর কান্নায় ভেঙে পড়েন তিনি। ৬ দিনের ইডি হেফাজত শেষে আজ ফের কোর্টে তোলা হয়েছিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। কোর্ট লকআপে ছেলেকে দেখেই তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ। আদালত তাকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতে তোলার আগে এদিন বিধান নগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তৃণমূল বিধায়কের। নবম-দশম নিয়োগে দুর্নীতির মামলায় গত সোমবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে।

You might also like!