kolkata

4 months ago

Saayoni Ghosh: যাদবপুরে প্রতিদ্বন্দ্বী আসলে স্বয়ং মমতা! বলছেন সৃজনরা

Sayooni Ghosh & Mamata Banerjee (File Picture)
Sayooni Ghosh & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুঁদে ব‌্যারিস্টার সোমনাথ চট্টোপাধ‌্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন কালীঘাটের টালির চালের বাসিন্দা এক তরুণী, নাম মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গিয়েছিল ১৯৮৪ সালে ডিসেম্বরের ৩১ তারিখ ভোর তিনটায় যাদবপুর কেন্দ্রের ফল প্রকাশ হতেই। এমনকি মমতার নিজের কথাতেও যাদবপুর তাঁর রাজনৈতিক জন্মভূমি। মতারই মুখ ও অসংখ‌্য উন্নয়নের উজ্জ্বল কীর্তিমালা সামনে রেখেই তাই আজও ওই কেন্দ্রের অধিকাংশ মানুষ ভোট দেন, রাজনৈতিক সিদ্ধান্ত নেন। 

তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ সেখানে প্রচারে নেমে বলছেন, ‘‘আমি দিদির দূত, ৪০ বছর আগে যুবনেত্রী মমতাদিকে আশীর্বাদ করেছিলেন, আমি দিদির প্রতিনিধি হয়ে এসেছি, তাঁরই কাজের ধারা বজায় রাখার সুযোগ দিন।’’ অন‌্য দুই প্রার্থী সিপিএমের তরুণ মুখ সৃজন ভট্টাচার্য ও বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ‌্যায়ও প্রচারে নেমে গ্রামে-শহরে ঘুরে বুঝতে পারছেন, ‘লড়াইটা খুবই কঠিন, যাদবপুরে প্রতিদ্বন্দ্বী আসলে স্বয়ং মমতা।’’ 

You might also like!