কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : বুধবার মহা শিবরাত্রি ৷ ওই দিন রাজ্য সরকারের ছুটি রয়েছে ৷ তাই ওই দিন ব্লু লাইনে কম থাকবে মেট্রোর সংখ্যা ৷ অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অন্যান্য দিনের চেয়ে ওইদিন কম মেট্রো চলবে ৷ সারাদিনে মিলবে ২৩৬টি মেট্রো পরিষেবা ৷ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । সাধারণত ব্লু লাইনে স্বাভাবিক দিনে ২৬২টি মেট্রো চলে৷ তবে শিবরাত্রির দিন সেই সংখ্যাটা কমে ২৩৬ হচ্ছে। এত সংখ্যক মেট্রোর মধ্যে ১১৮ আপ ও ১১৮ ডাউন পরিষেবা পাওয়া যাবে ওইদিন।
নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার এবং মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।