International

1 year ago

Sikhs of America:কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়কে দ্বিধাবিভক্ত করতে চাইছেন ট্রুডো : 'শিখস অফ আমেরিকা'

Sikhs of America
Sikhs of America

 

অটোয়া  : কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়কে দ্বিধাবিভক্ত করতে চাইছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ।এমনই অভিযোগ তুলেছে উত্তর আমেরিকার দেশগুলিতে বসবাসকারী শিখ ধর্মাবলম্বীদের সংগঠন ‘শিখস অফ আমেরিকা’। সংগঠনের প্রধান জেসি সিং বলেন, ‘‘কানাডায় বসবাসকারী শিখ মানেই খলিস্তানপন্থী নন। ট্রুডোকে অবশ্যই শিখদের বিভাজন ঘটনোর চেষ্টা থেকে বিরত হতে হবে।’’

জাসি বলেন, ভারতের বাইরে বসবাসকারী বেশিরভাগ শিখ খালিস্তানি মতাদর্শকে সমর্থন করে না। তাঁরা ভারতকে সমর্থন করেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতের পাশে দাঁড়িয়েছি।’’ সংখ্যালঘু সরকার চালানোর জন্যই দীর্ঘ দিন ধরেই কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সরকার শিখ উগ্রপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে নরম মনোভাব নিয়ে চলছে বলেও অভিযোগ করেন জেসি। তিনি বলেন, ‘‘ট্রুডো একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার টিকিয়ে রাখার জন্য তাঁকে সমর্থন নিতে হচ্ছে নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমীত সিংহের।’’

প্রসঙ্গত, খলিস্তানি নেতাদের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত জগমীত। ট্রুডো সোমবার ভারতের বিরুদ্ধে খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনার পরেই জগমীত বিবৃতি দিয়ে নয়াদিল্লির ভূমিকার তীব্র নিন্দা করেছেন। ভোটব্যাঙ্কের রাজনীতি এবং সরকার টিকিয়ে রাখার বাধ্যবাধকতার জন্য ট্রুডোকে খলিস্তান প্রসঙ্গে চোখ বুজে থাকতে হয়েছে বরাবর। এই নিয়ে ভারতীয় কূটনৈতিকদের আবেদন, অনুরোধে তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ। 

You might also like!