International

10 months ago

Nawaj Sarif : স্বস্তি নওয়াজ শরিফের, তোষাখানা মামলায় বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের

Nawaz Sharif (File Picture)
Nawaz Sharif (File Picture)

 

ইসলামাবাদ, ১১ নভেম্বর  : পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ । এবার ইসলামাবাদের এক আদালত নির্দেশ দিল তোষাখানা মামলায় নওয়াজের যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তা ফিরিয়ে দিতে হবে।

উল্লেখ্য, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০২০ সালে নওয়াজ শরিফের বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। যার মধ্যে ছিল জমি, দামি গাড়ি থেকে শুরু করে স্থানীয় ও বিদেশি ব্যাঙ্কে রাখা অর্থ। গাড়িগুলির মধ্যে একটি ল্যান্ড ক্রুজার ও দুটি মার্সিডিজ ছিল। এবার সম্পত্তি নওয়াজকেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের।

প্রসঙ্গত, ইমরান খান গদিচ্যুত হওয়ার পর নওয়াজের ভাই শাহবাজ ক্ষমতায় এলেও গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রিত্বে ইতি টানেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার ভেঙে দেন শাহবাজ। এরপরেই ইমরানকে টক্কর দিতে প্রত্যাবর্তন ঘটে ৭৩ বছরের নেতার।

You might also like!