International

6 days ago

Himba women: স্নান তো দূর, জল না স্পর্শ করেই থাকেন এখানকার মহিলারা! জানেন কোথায় এই রীতি?

Himba women
Himba women

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গরমকাল হোক বা শীতকাল, স্নান না করে থাকতে পারেন না কেউই। তবে এই বিশ্বে আছে এক মজার রীতি, যেখানে এক উপজাতি গোষ্ঠীর মহিলারা  স্নান না করে বছরের পর বছর থাকেন। শুধু একবার জীবনে স্নান করেন।

হিম্বা উপজাতির নারীরা উত্তর নামিবিয়ায় বসবাস করে এবং তাদের জনসংখ্যা প্রায় ৫০,০০০-র কাছাকাছি। এই জনগণের মধ্যে একটি বিশেষ রীতি হল, বিয়ের দিন ছাড়া তারা কখনো ন bath-হয় না এবং সেইসঙ্গে তারা জলও স্পর্শ করে না। জল থেকে দূরে থাকার কারণে তারা তাদের কাপড়ও পরিষ্কার করে না। তারা বিভিন্ন ধরণের বুটির ব্যবহারের মাধ্যমে নিজেদের শরীরকে সুগন্ধিত রাখে এবং ফ্রেশ মনে করে।

হিম্বা নারীরা শরীরকে সতেজ রাখতে বিশেষ বুটির ধোঁয়া ব্যবহার করেন, যা তাদের শরীরকে পরিষ্কার রাখার পাশাপাশি শরীরে একটি সুন্দর গন্ধও নিয়ে আসে। এই পদ্ধতি তাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করতে সহায়ক। এছাড়াও, তারা জানোয়ারদের চর্বি এবং হেমাটাইটের মিশ্রণ ব্যবহার করে নিজেদের ত্বককে সূর্যের তাপে রক্ষা করে এবং এটির কারণে তাদের ত্বকের রংও লাল হয়ে যায়। 

You might also like!