International

1 year ago

Afghanistan:আফগানিস্তানকে ১৫ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

The European Union is giving 15 million dollars in aid to Afghanistan
The European Union is giving 15 million dollars in aid to Afghanistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে সহায়তা পাচ্ছে আফগানিস্তান। এর পরিমাণ ১৫ কোটি মার্কিন ডলার। আফগান নারীরা এ থেকে উপকৃত হবেন, এটা নিশ্চিত হওয়ার পর এই সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

আফগানিস্তানে ২০২১ সালে ক্ষমতা দখল করে তালেবান। এর পর থেকে সেখানে নারীর অধিকার সংকুচিত হয়ে আসছে।

২০২২ সালের ডিসেম্বরে তালেবান ঘোষণা দেয়, কোনো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নারীরা কাজ করতে পারবেন না। মূলত তালেবানের ওই ঘোষণার পর ইইউ আফগানিস্তানকে সহায়তা দেওয়া বন্ধ করে দেয়। 

এরপর ছয় মাস আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ইইউ। এ ছাড়া তালেবান এটা নিশ্চিত করেছে যে এই অর্থ থেকে আফগান নারীরা উপকৃত হবেন। এরপর অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ইইউ। তবে এই অর্থ সরাসরি তালেবানের হাতে যাচ্ছে না। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন ও বিশ্বব্যাংকের মাধ্যমে এই অর্থ ব্যয় হবে।


You might also like!