International

1 year ago

Morocco: মরক্কোতে মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজারের বেশি!

Morocco (File Picture)
Morocco (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাত ১১ টা বেজে ১১ মিনিটে মরক্কোর সেই ভয়াবহ ভূমিকম্পের পরের দিন G20 সম্মেলন থেকে ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, মরক্কোর পাশে সর্বশক্তি নিয়ে ভারত উপস্থিত থাকবে। তখন পর্যন্ত মৃতের খবর ছিল ৩০০ জন। আর রবিবার সকালে তা বেড়ে হয়েছে অন্তত ২ হাজার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। জনপ্রিয় পর্যটনকেন্দ্র মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০৫৯ জন। এক ভয়ানক শোকাহত পরিবেশ সমস্ত মরক্কো জুড়ে।  মরক্কোর পাশে থাকার প্রথম বার্তা নরেন্দ্র মোদি দিলেও এবার মরক্কোর প্রতিবেশী রাষ্ট্র আলজিরিয়া এগিয়ে আসল।

দীর্ঘ কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে বিরোধ চললেও, কঠিন সময়ে মরক্কোকে সর্বসম্মতভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে আলজিরিয়া। বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ বোঝাই বিমান অবতরণের জন্য নিজেদের এয়ারস্পেস খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে আলজিরিয়া। ১৯৯৪ সাল থেকে দুই দেশের সীমান্ত এবং ২০২১ সাল থেকে এয়ারস্পেস বন্ধ থাকলেও, শনিবার আলজিরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেববোনে একটি বিবৃতি দিতে জানান, মরক্কোর পাশে রয়েছে আলজিরিয়া। এটাই বিশ্ব মানবতার নিয়ম। দুঃখের দিনে সমস্ত ভেদাভেদ ভুলে এক সঙ্গে হাতে হাত রেখে চলাকেই বলে প্রকৃত সভ্যতা। এছাড়াও মার্কিন সহ পৃথিবীর বহু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

You might also like!