International

11 months ago

Brussels shooting:জঙ্গি হানা ব্রাসেলসে, মৃত্যু হল সুইডেনের দুই ফুটবল সমর্থকের

Brussels shooting
Brussels shooting

 

নয়াদিল্লি : জঙ্গি হানায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মৃত্যু হল সুইডেনের দুই ফুটবল সমর্থকের। একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ ঘটনাটি ঘটেছে।

গতকাল সন্ধ্যায় ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইডেন ও বেলজিয়াম। সেই সময় ব্রাসেলস থেকে প্রায় তিন মাইল দূরে এক জঙ্গি পর পর গুলি চালায়। ঘটনায় সুইডেনের দুই ফুটবল সমর্থকের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর। সোশ্যাল মিডিয়া ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, পথচারীরা গুলির শব্দ শোনার পর প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন।

জঙ্গি হামলার জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় বেলজিয়াম-সুইডেন ফুটবল ম্যাচ। দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তাকর্মীরা স্টেডিয়াম চত্বর ঘিরে ফেলেন। স্টেডিয়ামের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। সেই সময় খেলার ফল ছিল ১-১। হামলার পর দুই দলের ফুটবলারদের সাজঘর থেকে বের হতে দেওয়া হয়নি। তাঁরা নিজেরাও আর ম্যাচ খেলতে চাননি।

অন্যদিকে, জঙ্গির স্লোগান শুনে মনে করা হচ্ছে সে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সদস্য। তার খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে বেলজিয়াম এবং সুইডেন।’

You might also like!