International

11 months ago

Jihadist attack on French school: ফ্রান্সের স্কুলে জেহাদি হামলায় নিহত শিক্ষিকা, আহত বেশ কয়েকজন

Teacher killed, several injured in jihadist attack on French school
Teacher killed, several injured in jihadist attack on French school

 

প্যারিস, ১৩ অক্টোবর: আবারও ফ্রান্সের স্কুলে জেহাদি হামলা। ছুরি মেরে খুন করা হল এক শিক্ষককে। আহত বেশ কয়েকজন। শিক্ষক স্যামুয়েল পি হত্যার স্মৃতি ফিরিয়ে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ উত্তর ফ্রান্সের আরাস অঞ্চলের গামবেট্টা নামের একটি স্কুলে ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতী ‘আল্লা হু আকবর’ ধ্বনি দিতে দিতে স্কুলে প্রবেশ করে। তার পরই এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করে। যার জেরে প্রাণ হারান এক শিক্ষক। যিনি ওই স্কুলে ফ্রেঞ্চ ভাষার পাঠ দিতেন। ওই আততায়ীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষক। এছাড়াও আরও কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। ইতিমধ্যেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে তার ভাইকেও। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলাকারীর বয়স কুড়ির কাছাকাছি। সেই ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। এমনকী এই যুবকও চেচেন সম্প্রদায়ের। এদিন ঘটনার পর স্কুল পরিদর্শনে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যারিসের জাতীয় অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরের ১৬ তারিখ প্যারিসের বুকে এক শিক্ষককে মাথা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি। তাঁর ‘অপরাধ’, পড়ুয়াদের বাক স্বাধীনতার পাঠ দিতে হজরত মহম্মদের একটি ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন তিনি। ওই ঘটনাকে ‘ইসলামিক মৌলবাদের’ স্বরূপ বলে তোপ দেগেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই শিক্ষককে ‘নায়ক’ বলে মন্তব্য করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। হামলার ওই ঘটনার প্রেক্ষিতে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ ও ‘ইসলামিক সন্ত্রাসবাদী হামলা’র মতো শব্দও ব্যবহার করেন তিনি। তার পর থেকেই আসরে নেমে পরে মুসলিম দেশগুলো। এদিকে, ফরাসি প্রেসিডেন্টও সাফ বার্তা দিয়েছেন, কোনওভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাথা নত করবে না দেশ।

You might also like!