International

1 year ago

Kanada-Usa: ভারত কানাডা সংঘাতে কৌশলগতভাবে মার্কিন কিন্তু কানাডার পক্ষে

Strategically sided with US but Canada in India Canada conflict
Strategically sided with US but Canada in India Canada conflict

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রীতি কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেই প্রেক্ষিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, তারা বিষয়টির উপর নজর রাখছে। তবে তারা এ বিষয়ে ভারতকে বিশেষ কোনো ছাড় দিতে পারবে না। চলতি বছরের শুরুর দিকে রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় তার সম্মানে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সময় বাইডেন জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। তার পরেই এমন বিবৃতি ভারত আশা করে নি। আমেরিকার অবস্থান এখনো খুব স্পষ্ট নি। কানাডা-ভারত দ্বন্দ্ব নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে প্রভাব ফেলবে কিনা— এমন এক প্রশ্নের জবাবে জ্যাক সুলিভান বলেন, ‘কোনো দেশ ক্ষতিগ্রস্ত হলো তা বিবেচনার বিষয় নয়, যুক্তরাষ্ট্র তার নীতিতে অটল থাকবে।’ এখানেই মনে হয়, এই বিষয়ে মার্কিন সমর্থন পাবে কানাডা।

You might also like!