International

11 months ago

Germany:জার্মানিতে যাত্রী ভর্তি ভ্যান উল্টে নিহত সাতজন, আহত আরও ১৬

In Germany, seven people were killed when a van full of passengers overturned
In Germany, seven people were killed when a van full of passengers overturned

 

বার্লিন, ১৪ অক্টোবর  : দক্ষিণ জার্মানির মিউনিখের পূর্ব দিকে এ-৯৪ হাইওয়েতে যাত্রী ভর্তি একটি ভ্যান উল্টে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে ছয় বছরের একটি শিশুও রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৩টার দিকে। শনিবার স্থানীয় পুলিশ আধিকারিকরা এই তথ্য দিয়েছেন।

পুলিশ আধিকারিকরা বলছেন, ভ্যানটি ওভারলোড থাকায় পুলিশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। চালক সেটা উপেক্ষা করে ভ্যানের গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাড়িয়ে দেন। কিছুক্ষণ পর ভ্যানটি উল্টে যায়। ভ্যানে থাকা ব্যক্তিরা সিরিয়া ও তুরস্কের বাসিন্দা। আহতদের মধ্যে চালক ও একজন সন্দেহভাজন চোরাকারবারি অস্ট্রিয়ার ২৪ বছর বয়সী যুবককে হাসপাতালে আটক করা হয়েছে। এটি একটি অস্ট্রিয়ান নিবন্ধিত ভ্যান। মানব পাচারের রুট হিসেবে কুখ্যাত এই মহাসড়ক। দুর্ঘটনাস্থলটি অস্ট্রিয়ান সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। বেশিরভাগ প্রবাসী এই হাইওয়ে দিয়ে জার্মানিতে যায়।

You might also like!