International

7 months ago

Shahbaz:সামনের পথ কঠিন, তবে পাকিস্তানের জোট সরকার তা সামলে নেবে: শাহবাজ

Shahbaz
Shahbaz

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পাকিস্তানের পরবর্তী সরকারের জন্য যাত্রাপথটি সহজ হবে না বলে মনে করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সভাপতি শাহবাজ শরিফ। তিনি বলেছেন, নতুন সরকারকে সামনে অনেক সমস্যা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে। তবে তাঁর বিশ্বাস, নতুন করে দায়িত্ব নিতে যাওয়া জোট সরকারের দলগুলো ঐক্যবদ্ধভাবে এসব প্রতিবন্ধকতা জয় করতে পারবে।

পাকিস্তানে জোট সরকার গঠনে পিএমএল-এন এবং পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি) মধ্যে সমঝোতা হওয়ার পর ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহবাজ এসব কথা বলেন।পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের ব্যাপারে দলগুলোর মধ্যে কয়েক দিন ধরে দর-কষাকষি চলছিল। অবশেষে গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টার পর ইসলামাবাদে পিএমএল-এন ও পিপিপির এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার গঠনে দলগুলো একমত হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। আর প্রেসিডেন্ট হবেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি।

সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, পাকিস্তানে পরবর্তী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন তাঁরা পিপিপি থেকে পাচ্ছেন। আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারায় পিপিপি এবং এবং পিএমএল-এন নেতাদের ধন্যবাদ জানান তিনি।

মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান এবং পাকিস্তান মুসলিম লিগ-কয়েদের মতো জোটের অন্য দলগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ।

এদিকে বাবা আসিফ আলী জারদারিকে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেওয়ায় পিএমএল-এন দলকে ধন্যবাদ জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

বিলাওয়াল বলেন, পিপিপি ও পিএমএল-এনের মধ্যে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো ভাগাভাগির বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।


You might also like!