International

9 months ago

Putin praises Modi :ভারত বা ভারতীয়দের স্বার্থের বিরোধী কোনও সিদ্ধান্ত নিতে জোর করা যায় না মোদীকে

Putin praises Modi
Putin praises Modi

 

নয়াদিল্লি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘ওঁকে ভয় দেখানো যায় না। ভারত বা ভারতীয়দের স্বার্থের বিরোধী কোনও সিদ্ধান্ত নিতে জোর করা যায় না।’

একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রুশ রাষ্ট্রপ্রধান বলেন, ‘আমি ভাবতেই পারি না মোদীকে ভয় দেখানো হচ্ছে বা কোনও কাজ করতে জোর করা হচ্ছে। ভারত বা ভারতীয়দের স্বার্থের বিরোধী কোনও সিদ্ধান্ত নিতে জোর করা যায় না মোদীকে। মাঝে মাঝে তো অবাক হয়ে যাই, ভারতের স্বার্থ রক্ষা করার জন্য এতখানি দৃঢ় অবস্থান কী করে বজায় রাখেন মোদী।’

প্রসঙ্গত, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমি দুনিয়ার প্রবল চাপ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেনি ভারত। শুধু ভারতের নিজের স্বার্থ রক্ষা নয়, ইন্দো-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কেও মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন পুতিন। তাঁর মতে, ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক সবদিক থেকেই উন্নতি করছে। মোদীর নীতির ফলেই এই অগ্রগতি। দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে ব্যাপক উন্নতির কথাও উঠে আসে ভ্লাদিমির পুতিনের মুখে।


You might also like!