International

11 months ago

S Jaishankar:সমসাময়িক বিশ্বের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী : এস জয়শঙ্কর

S. Jaishankar Minister of External Affairs of India
S. Jaishankar Minister of External Affairs of India

 

হ্যানয়, ১৭ অক্টোবর : ভিয়েতনামের হো চি মিনে জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। মঙ্গলবার এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, "এটি আমাদের বন্ধুত্বের একটি অত্যন্ত প্রতীকী মুহূর্ত, মহাত্মা গান্ধী আমাদের সমসাময়িক বিশ্বের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব।"

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আরও বলেছেন, "২ অক্টোবর গান্ধীজির জন্মদিবসকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করে, মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা, স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতায় তাঁর অবদানকে স্বীকৃত দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ।" জয়শঙ্কর এদিন এক্স মাধ্যমে জানিয়েছেন, হো চি মিন শহরের তাও ড্যান পার্কে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাইস চেয়ারম্যান ডুওং আনহ ডুকের সঙ্গে উদ্বোধনে অংশ নিতে পেরে সৌভাগ্যবান।"


You might also like!