International

2 weeks ago

Magnitude 7.0 quake hits California: ৭.০ তীব্রতার ভূমিকম্প ক্যালিফোর্নিয়ায়, সুনামির সতর্কতা প্রত্যাহার

Magnitude 7.0 quake hits California
Magnitude 7.0 quake hits California

 

ক্যালিফোর্নিয়া, ৬ ডিসেম্বর : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। স্থানীয় সময় অনুযায়ী, বৃস্পতিবারের এই ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়, পরে তা প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ৭.০ তীব্রতার ভূমিকম্পের পরই উত্তর ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ ওরেগন উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল, পরে তা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিমি) উত্তরে হামবোল্ট কাউন্টির একটি ছোট শহর ক্যালিফোর্নিয়ার ফার্ন্ডেল শহরের সবচেয়ে কাছে। এই ভূমিকম্পের পর কোনও হতাহত অথবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

You might also like!