International

2 months ago

Kolkata - Dhaka - Kolkata Maitri Express cancelled:কলকাতা - ঢাকা - কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল, টিকিটের মূল্য ফেরত

Kolkata - Dhaka - Kolkata Maitri Express cancelled
Kolkata - Dhaka - Kolkata Maitri Express cancelled

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ভারত - বাংলাদেশ - প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে রেলপথেও যোগাযোগ সুদৃঢ়। তবে এর মাঝে ফের ব্যতিক্রম। কলকাতা - ঢাকা - কলকাতা মৈত্রী এক্সপ্রেস এর আগামী দিন অর্থাৎ  বুধবার যাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট যাত্রী সাধারণের কাছে টিকিট বিক্রি বাবদ আদায় করা অর্থ ফেরৎ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, রবিবার এক বিবৃতির পর মঙ্গলবার ফের আরেক বিবৃতিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এর দফতর থেকে জানানো হয়েছে যে, ১৩১০৮/১৩১১০ কলকাতা - ঢাকা - কলকাতা মৈত্রী এক্সপ্রেস  বুধবার চলবে না। বাংলাদেশ রেলওয়েজ থেকে এই মর্মে বিস্তারিত আগাম জানানো হয়েছে। বিপরীত দিকে ১৩১০৭/১৩১০৯ মৈত্রী এক্সপ্রেস এর যাত্রা ও বাতিল রয়েছে। তবে, এর জন্য সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা হয় নি। এর ফলে ওই দুইদিন পরপর পরিষেবা মিলবে না।


You might also like!