International

6 months ago

Sheikh Hasina: অভিন্ন মুদ্রা চালু মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে?

Sheikh Hasina (File Picture)
Sheikh Hasina (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের মুসলিম দেশগুলির মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চাইছেন। তিনি এই লক্ষ্যকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের মতই মুসলিম দেশগুলির মধ্যে, একটি অভিন্ন মুদ্রা চালু করার পরামর্শ দিয়েছেন। তুরস্কের বাণিজ্য উপমন্ত্রী মোস্তফা তুজকুর নেতৃত্বে ডি-৮ বাণিজ্যমন্ত্রীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আর্থ-সামাজিক উন্নয়ন 

বিশ্বের আটটি সর্বাধিক জনবহুল মুসলিম দেশকে নিয়ে গঠন করা হয়েছে ডি-৮। এর লক্ষ্য নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি এই দেশগুলির জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বন্ধুত্বের উন্নতি ঘটানো। বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই বৈঠকে বলেন, 'আমার লক্ষ্য হল সাধারণ মানুষের ভাগ্য ও আর্থ-সামাজিক উন্নয়ন করা এবং এটা তখনই সম্ভব, যখন আমরা আমাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারব।'

মঙ্গলবার গণভবনে ওই বৈঠকের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন 'সেখানেই মুসলিম দেশগুলির মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের ধাঁচে একটি অভিন্ন মুদ্রা চালু করার প্রস্তাব দিয়েছেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, এইরকম একটি অভিন্ন মুদ্রা চালু করতে পারলে খুব ভালো হবে। আমরা যদি আমাদের মধ্যে বাণিজ্য উন্নত করতে পারি, তবে অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না।'

রোহিঙ্গা ইস্যু

মায়ানমারে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। তাতে আরও অনেকেই সীমানা পার হয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছে। এমনিতেই গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যুতে নাজেহাল হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি রোহিঙ্গা শিবিরে নতুন করে নানা অশান্তি দেখা দিয়েছে। তাই ওই বৈঠকেও উঠে আসছে রোহিঙ্গা প্রসঙ্গ। বৈঠকে, রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা বলেন, 'তাদের একটি বা দুটি প্রজন্ম হারিয়ে যাচ্ছে। তাদের অনেকেই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হচ্ছে। মায়ানমারের বর্তমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটি দিন দিন কঠিন হয়ে উঠছে।'

একে অপরকে সাহায্য

কি করে ডি-৮-এর অন্তর্ভুক্ত দেশগুলি একে অপরকে সাহায্য করতে পারে তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়। জানা গিয়েছে, সেখানে শেখ হাসিনা বলেন, 'ডি-৮-এর উচিত ব্যবসা-বাণিজ্যে পরিবারের মতন একসঙ্গে কাজ করার পাশাপাশি আমাদের উচিত নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য একে অপরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া।'

ওই বৈঠকের মূল এজেন্ডা ছিল ডি-৮ সদস্য দেশগুলির মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন এবং এর কার্যকারিতার ক্ষেত্রগুলো প্রসারিত করা। সেখানে ডি-৮ দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য জোরদারে সম্মত হওয়ায় ঢাকা ঘোষণাপত্র গৃহীত হয়। সেখানে ঠিক হয়েছে আগামী ২০৩৯-এর মধ্যে ডি-৮ সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার হবে।

You might also like!