International

4 months ago

Maitri Express canceled :মঙ্গলে বন্ধ ভারত-বাংলাদেশ রেল পরিষেবা, বুধেও বাতিল মৈত্রী এক্সপ্রেস

Maitri Express canceled
Maitri Express canceled

 

কলকাতা, ৬ আগস্ট : আপাতত বন্ধই থাকছে ভারত-বাংলাদেশের সংযোগকারী গণ-পরিবহন। রেল সূত্রে খবর, মঙ্গলবারও বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা। পাশাপাশি বুধেও যে কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকবে, তা আগেভাগেই পূর্ব রেলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে সংরক্ষণ বিরোধিতায় আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। প্রাথমিকভাবে ছাত্র আন্দোলন বলে শুরু হলেও পরবর্তীকালে সেই আন্দোলন সর্বাত্মক আকার নেয়। সেই আন্দোলনের আবহে সোমবার বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতন হয়। দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। সেই আন্দোলনেরই প্রভাব পড়েছে দুই দেশের সংযোগকারী রেল পরিষেবায়।

You might also like!