International

11 months ago

Israel Hamas War : ইসরায়েল থেকে ২৭৪ জন ভারতীয়কে নিয়ে নয়াদিল্লি পৌঁছালো চতুর্থ বিমান

274 Indians from Israel arrived in New Delhi (File Picture)
274 Indians from Israel arrived in New Delhi (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ অক্টোবর  : কেন্দ্রীয় সরকারের অপারেশন অজয়ের অধীনেই ইসরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে রবিবার সকালে নয়াদিল্লি পৌঁছালো চতুর্থ বিমানটি। এই বিমান ২৭৪ জন ভারতীয় নাগরিকদের নিয়ে নিরাপদে নিজ দেশে ফিরেছেন।এর আগে শনিবার ইসরায়েল থেকে ১৯৭ জন ভারতীয় নাগরিককে নিয়ে তৃতীয় ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল।

ইজরায়েলে ফিলিস্তিনের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন হামাসের হামলার পর যুদ্ধ বিধ্বস্ত শহরে আটকে পরে ভারতীয় নাগরিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য ১২ অক্টোবর থেকে অপারেশন অজয়ের অধীনে বিশেষ বিমান পরিষেবা শুরু করেছে।

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে চতুর্থ বিমানটি নয়া দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর সুসংবাদ শেয়ার করেছেন৷ বৃহস্পতিবার ইসরায়েল থেকে প্রথম বিশেষ বিমানটি ২১২ জন ভারতীয়কে নিয়ে এসেছিল। শুক্রবার গভীর রাতে ২৩৫ জন ভারতীয় নাগরিকের দ্বিতীয় দলটি রওনা দিয়েছিল। এই সমস্ত ভারতীয় নাগরিক নিরাপদে নিজের বাড়িতে পৌঁছেছেন। নার্স, ছাত্র, আইটি পেশাদার এবং হীরা ব্যবসায়ী সহ প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিক ইজরায়েলে বাস করেন। ৭ অক্টোবর ইসরায়েলে হামাস সন্ত্রাসীদের নজিরবিহীন হামলার পর ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য অপারেশন অজয় চালু করেছে কেন্দ্রীয় সরকার। যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে ধন্যবাদ দেন যাত্রীরা।

You might also like!