International

3 months ago

Heaviest Cat: বিশ্বের সর্বাধিক ওজনের বিড়াল ক্রোশিক! জানেন কত বয়স?

Heaviest Cat (Symbolic Picture)
Heaviest Cat (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- একটা বিড়ালের ওজন ১৭ কেজি! বিষয়টা ভাবতে হেলেও অবাক লাগে। তবে তথ্যটা কিন্তু সত্য। ক্রোশিকের বয়স এখন ১৪ বছর। ওজন কত জানেন? অজানা  ১৭ কেজি। শরীরের এই বাড়তি ওজনের কারণে খুব একটা হাঁটা-চলা বা নড়াচড়া করতে পারে না সে। বর্তমানে ক্রোশিক বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান বিড়াল। পার্মের ম্যাট্রোস্কিন অ্যানিমেল শেল্টারে স্বেচ্ছাসেবকদের কাছে এখন আছে ক্রোশিক। ক্রোশিকের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানকার একজন কর্মী ক্রোশিককে তার বাহুতে ধরে রাখার চেষ্টা করছিলেন। 

পশু হাসপাতাল সূত্রে জানা যায়, ক্রোশিককে একটি স্থানীয় হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালের কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিল যখন ১৪ বছর বয়সী বিড়াল তার ওজন এবং বার্ধক্যের কারণে হাঁটার ক্ষমতা হারিয়েছিল। ক্রোশিক বছরের পর বছর ধরে হাসপাতালের বেসমেন্টে বাস করছিল। ইঁদুর শিকার করা ছিল তার প্রধান কাজ। তবে সেখানকার মানুষের স্নেহ আর ভালোবাসায় সে খুব ভালোই ছিল। কিন্তু গত কয়েক বছরে, অতিরিক্ত খাওয়ানোর কারণে ক্রোশিক বেলুনের মতো ফুলতে থাকে। 

এর পরেই ক্রোশিককে ওই স্থানীয় হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালের কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিল যখন ১৪ বছর বয়সী বিড়াল তার ওজন এবং বার্ধক্যের কারণে হাঁটার ক্ষমতা হারিয়েছিল। হাসপাতালের নার্সরা দ্রুত তাকে পশুদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। ম্যাট্রোস্কিন কর্মীরা ক্রোশিককে ডায়েট এবং ব্যায়ামের মধ্যে রেখেছে। তার হাঁটার জন্য ট্রেডমিলের ব্যবস্থা করা হয়েছে। সুখের খবর যে তার ওজন এখন ধীরে ধীরে কমছে।

You might also like!