International

2 months ago

সুদানে ভয়ঙ্কর হচ্ছে কলেরা, ম্যালেরিয়া

Cholera, malaria is terrible in Sudan
Cholera, malaria is terrible in Sudan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুদানে ৫ লক্ষ শিশু-সহ ৩০ লক্ষেরও বেশি মানুষের কলেরাতে আক্রান্ত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংঘর্ষ কবলিত এলাকার ৭০ শতাংশের বেশি হাসপাতালে পরিষেবা বন্ধ রয়েছে। গৃহযুদ্ধ শুরুর পর থেকেই কলেরা, ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মত রোগ মহামারির আকার নিয়েছে। প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। গত বছরের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনী এবং রাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘাত শুরু হওয়ার আগে পর্যন্ত প্রতিষেধক প্রদানের হার ছিল ৮৫ শতাংশ। পরে তা ৫০ শতাংশে নেমে আসে বলে ইউনিসেফ জানিয়েছে।

You might also like!