International

1 year ago

Pakistan:পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, ১৭৫ জনের প্রাণহানি

Another terrible flood in Pakistan, 175 people lost their lives
Another terrible flood in Pakistan, 175 people lost their lives

 

ইসলামাবাদ  : গত জুন মাস থেকে জলের নিচে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা । বন্যায় এখনও পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে। দেশটির পূর্ব পাঞ্জাবের এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনও পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর জলস্তর এতটা বাড়েনি।পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষে বলা হয়েছে, আগামী দিনে বন্যার জল আরও বাড়তে পারে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেন, ভারতের পাঞ্জাবে বাঁধ থেকে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা হয়েছে।২০২২ সালে পাকিস্তানে ভয়ংকর বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হন। এক হাজার ৭৩৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল। 

You might also like!