International

11 months ago

900 killed in Israel: ইজরায়েলে নিহত বেড়ে ৯০০, গাজায় ৬৯০

Hamas-Israel Clash (Collected)
Hamas-Israel Clash (Collected)

 

নয়াদিল্লি, ১০ অক্টোবর : হামলা পাল্টা হামলায় হামাস- ইজরায়েলে বাড়ছে নিহতের সংখ্যা । শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। আর গাজায় নিহত প্যালেস্তিনীয়দের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই।

গত শনিবার সকালে হঠাৎই ইজরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় হামলা শুরু করে ইজরায়েলি সেনারা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ ইজরায়েল থেকে ভাষণ দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, দেশটি হামাসের বিরুদ্ধে ‘প্রচণ্ড শক্তি’ ব্যবহার করবে।

এর আগে সোমবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা করেন। সেখানে তিনি খাবার, জ্বালানি, বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধেরও নির্দেশ দেন।

হামাসের সশস্ত্র গোষ্ঠী আল-কাশেম ব্রিগেডস হুমকি দিয়েছে, গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে কোনও প্রাক-আভাস ছাড়াই বন্দি ইসরায়েলিদের মেরে ফেলা হবে।

হামাসের হামলায় ইজরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯ নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, যেখানে ১০ জনের বেশি ব্রিটিশ নাগরিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কয়েক ডজন লোককে হামাস বন্দি করে রেখেছে। পরিবার ও স্বজনেরা তাদের খোঁজ করছে।

You might also like!