International

11 months ago

Earthquake in Nepal: নেপালে ভূমিকম্পে মৃত্যু ৭০ জনের, সংখ্যা বাড়ার আশঙ্কা

Earthquake in Nepal (collected)
Earthquake in Nepal (collected)

 

নয়াদিল্লি, ৪ নভেম্বর : শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে প্রতিবেশী দেশ নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার ভোর হওয়ার সাথে সাথে ত্রাণ ও উদ্ধার কাজে তৎপরতা জোরদার করা হয়।

শুক্রবার রাত ১১.৩৫ মিনিটে দিল্লি ও এনসিআরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার তখন জানিয়েছিল, এর তীব্রতা রিখটার স্কেলে ৬.৪ মাপা হয়েছে এবং এর কেন্দ্র নেপালের ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে পাওয়া গেছে। তখন থেকেই আশঙ্কা ছিল যে এর ফলে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

শনিবার সকালে নেপালের সূত্র মারফত জানা গেছে, গত রাতের ভূমিকম্পে অন্তত ৭০ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে রুকুম পশ্চিম জেলায় ৩৬ জন এবং জাজারকোটে ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রুকুম জেলা ম্যাজিস্ট্রেট হরি প্রসাদ পন্ত ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে শুধুমাত্র প্রবেশযোগ্য এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয়েছে। সকাল হওয়ার সাথে সাথে প্রত্যন্ত অঞ্চলেও ত্রাণ কাজ ত্বরান্বিত করা হচ্ছে। এর পরই মৃত ও ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা বলা যাবে।

You might also like!