International

1 year ago

Fuel Price in Pakistan : ইতিহাসে প্রথমবার পড়শি দেশে পেট্রল-ডিজেলের দাম ৩০০ পেরল

Fuel Price in Pakistan (Symbolic Picture)
Fuel Price in Pakistan (Symbolic Picture)

 

ইসলামাবাদ, ১ সেপ্টেম্বর: কেয়ারটেকার সরকার ক্ষমতায় এলেও স্বস্তি নেই পাকিস্তানের সাধারণ মানুষের । বৃহস্পতিবার নতুন করে জ্বালানির দাম বাড়ায় ইতিহাসে প্রথমবার তিনশোর গণ্ডি পেরল পাকিস্তানের পেট্রল-ডিজেলের দাম। বর্তমানে পাক মুদ্রায় এক লিটার পেট্রলের দাম ৩০৫.৩৬ টাকা। অন্যদিকে ৩১১.৮৪ টাকায় বিক্রি হচ্ছে এক লিটার ডিজেল।

দিন কয়েক আগেই বিদ্যুতের চড়া দামের কারণে প্রতিবাদে সরব হয়েছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ। একাধিক এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। সরকারের তরফে এই সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়। তবে সেই সমস্যা এখনও মেটেনি। উলটে তার আগেই ফের নতুন করে সমস্যার মুখে পাক জনজীবন। বৃহস্পতিবার পেট্রল ও ডিজেলের বর্ধিত দাম প্রকাশ করে পাকিস্তানের কেয়ারটেকার সরকার। এক ধাক্কায় ১৪.৯১ টাকা বাড়ানো হয় পেট্রলের দাম। হাই স্পিড ডিজেলের দামও একবারে ১৮.৪৪ টাকা বেড়েছে। নতুন মূল্য অনুসারে, লিটার পিছু দুই জ্বালানির দামই তিনশো ছাড়িয়েছে। এর ফলে ইতিহাসে প্রথমবার তিনশো পেরিয়ে পাক মুদ্রায় এক লিটার পেট্রলের দাম ৩০৫.৩৬ টাকা। অন্যদিকে ৩১১.৮৪ টাকায় বিক্রি হচ্ছে এক লিটার ডিজেল। এমতাবস্থায় ফের ধাক্কা খাবে পাকিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রা, সেকথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ঋণের বোঝায় একেবারে ভেঙে পড়েছে সেদেশের অর্থনীতি।

উল্লেখ্য, বর্তমানে কেয়ারটেকার সরকারের অধীনে রয়েছে পাকিস্তান। দেশের নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি অর্থনীতির হাল ফেরানোর দায়িত্বও রয়েছে সরকারের উপরে। তবে পাক অর্থনীতি পড়ে রয়েছে সেই তিমিরেই। ডলারের নিরিখে হু হু করে পড়ছে পাক মুদ্রার দাম। মূল্যবৃদ্ধির সমস্যায় জেরবার আমজনতা। এহেন পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হয়ে বেড়েছে জ্বালানির দাম।

You might also like!