Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Horoscope

1 year ago

Rashifal: দিন শুরু করার আগে এক ঝলক দেখে নিন আজকের রাশিফল

Rashifal
Rashifal

 

মেষ: আগের পরিকল্পনাগুলি কার্যকর না হওয়ার জন্য মন খারাপ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। দিনের মাঝামাঝি সময়ে আপনাকে অনেক কিছুই সামলাতে হবে ৷ আপনার আত্মবিশ্বাস বাড়াবে । জীবনে অনেক সাফল্যকে অর্জন করার আগে পর্যন্ত আপনাকে এভাবেই লড়াই করে যেতে হবে ।


বৃষ: ধর্মীয় আবেগ আজ আপনার ভাবনাকে ঘিরে রাখবে। এই শুভ যাত্রায় বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গী করুন। আপনার বাবা-মা অবশ্যই তাদের ভালোবাসা ও আশীর্বাদ জানাবেন এবং আপনার মঙ্গল কামনা করবেন।


মিথুন: আজ বাড়ির ঝামেলা ও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাবেন। সকালে বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করতে হবে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আনন্দ করার সুযোগ থাকবে।


কর্কট: কোনও কাগজে সই করার আগে ভালো করে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে । আজ আর্থিক ক্ষতি হতে পারে । দালাল, এজেন্টদের বুদ্ধি সহকারে সামলাতে পারেন । কাজের জায়গায় নতুন আকর্ষণীয় অফার পাবেন। নতুন চাকরিতে যোগ দেওয়ার সুযোগও রয়েছে ।


সিংহ: স্বাস্থ্যের সমস্যা নিয়ে চিন্তায় থাকবেন। আপনার খাদ্যাভ্যাস দুশ্চিন্তার বড় কারণ হবে । কর্মজীবনে উন্নতি করার সুযোগ পাবেন । সময়ের মধ্যে যতটা সম্ভব প্রচেষ্টা চালিয়ে যান ৷ সকল সুযোগের সদ্ব্যবহার করুন।


কন্যা: আজ সাংসারিক দায়িত্ব পালন করা সবথেকে বড় কাজ হবে। অধস্তন ব্যক্তিরা তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবেন। তবে, মনে রাখবেন আপনার প্রচেষ্টা যত বেশি হবে প্রত্যাশা পূরণের সম্ভাবনাও তত বাড়বে । কয়েকজনের থেকে সাবধান থাকবেন।


তুলা: অন্যদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আপনার জুড়ি নেই ৷ আপনার এই মিষ্টভাষী স্বভাব অনেককেই আকৃষ্ট করবে। আলাপ-আলোচনা, মিটিং ও কাজের বিষয়ে কথা বলে আজ দিন কাটবে। কাজের জায়গায়, তদন্তমূলক কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। সন্ধ্যার পরে, আশেপাশের মানুষের কাছে আপনি আকর্ষণীয় ও অপ্রতিরোধ্য হয়ে উঠবেন।


বৃশ্চিক: আবেগে ভেসে গিয়ে বোকার মতো কাজ করবেন না। আজ দু’টি সেরা বিষয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় ভুগবেন। তবে, কথায় আছে, সঠিক জিনিস বেছে নেওয়া সহজ কথা নয়। বাস্তববুদ্ধি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিন।


ধনু: আজ সারা দিনটাই কাজ সংক্রান্ত মিটিংয়ে কেটে যাবে। সহকর্মীদের পরামর্শ নিয়ে নিজের কাজে আরও উন্নতি করার চেষ্টা করতে পারেন। লম্বা সময়ের জন্য এই পরামর্শগুলি খুবই উপযোগী হবে।


মকর: আজ আপনার যুক্তি প্রয়োগের ক্ষমতা তীব্র হবে। যাঁরা নিজেদের কর্মজীবন শুরু করতে চলেছেন তাঁদের মধ্যে টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ায় চাকরি করার ঝোঁক দেখা যাবে। আপনার আধ্যাত্মিক দিক সক্রিয় থাকবে এবং বিশেষ করে ধর্মীয়স্থান আপনাকে শান্তি প্রদান করবে।


কুম্ভ: দিনের শুরুটা বেশ আনন্দময় হবে। আপনি পরিশ্রমী, ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেন ৷ আর নিজের প্রয়োজন অনুসারে সব কিছু করেন । দিনের শেষে নিজের সুন্দর, রোম্যান্টিক দিকটা খুঁজে পাবেন । সন্ধ্যা কাটাবেন প্রিয়জনের সঙ্গে ।


মীন: আপনি শত্রুদের হারাতে সফল হবেন ৷ আপনার ক্ষমতা দেখে অনেকেই আপনাকে বেআইনি কার্যকলাপে জড়াতে চাইবে। এই মানুষগুলি সম্পর্কে সতর্ক হবেন। বেশী দুশ্চিন্তা হলে মেজাজ ভালো করার জন্য লং ড্রাইভে যান বা একটু হেঁটে আসুন।

You might also like!