Horoscope

8 months ago

Astro Tips: এই ৮ জিনিসের উপর পা দিলেই ঘটবে বিপত্তি!

Astro Tips (Symbolic Picture)
Astro Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুরুজনদের গায়ে কোনও কারণে পা লেগে গেলে আমরা প্রণাম করে নিই। এরকম আরও কিছু জিনিস আছে, যেগুলিতে পা লাগানো উচিত নয়। জেনে নিন কোন কোন জিনিসে পা পরলে তাতে পাপ হয়।

শঙ্খ

সনাতন ধর্ম অনুসারে এই পৃথিবীর প্রত্যেক কণাতে ঈশ্বরের অবস্থান। আমরা পৃথিবীর উপর পা রেখে চলাফেরা করি। কিন্তু মাটিতে ধরিত্রী মায়ের সম্মান দেওয়া হয়। হিন্দুধর্মে শঙ্ক অত্যন্ত পবিত্র। এর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলে মনে করেন। তাই ভুলেও শঙ্খে কখনোও পা দেবেন না। শাঁখের গায়ে পা পড়ে গেলে এর ফলে আপনার বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে।

গরু

সনাতন ধর্মে গরুকে গোমাতা বলা হয়ে থাকে। তাই কখনও ভুলেও গরুর গায়ে পা লাগাবেন না। গরুর গায়ে পা দিলে তার ফলে যে পা হয়, তাতে আমাদের বুদ্ধিনাশ হয়।

ঝাঁটা

ঝাঁটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করি। কিন্তু ঝাঁটায় মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। সেই কারণে ধনতেরসে সোনা রূপোর সঙ্গে ঝাঁটার কেনারও প্রচলন আছে। ঝাঁটা দিয়ে ঘর ঝাঁয় দেওয়া হলেও ঝাঁটায় যেন ভুলেও পা না লাগলে। ঝাঁটায় পা লাগলে মা লক্ষ্মী কূপিতা হন বলে প্রচলিত বিশ্বাস। এর ফলে দারিদ্র ও অশান্তি সংসারের নিত্যসঙ্গী হয়ে ওঠে।

তামার বাসন

হিন্দু ধর্ম অনুসারে তামা হল সূর্যের প্রতীক। তামার বাসন পুজোর কাজে ব্যবহার করা হয়। সেই কারণে তামাকে অত্যন্ত শুভ ধাতু বলে মনে করা হয়। ভুলেও কখনও তামার সামগ্রীর গায়ে পা লাগাবেন না। তামায় পা লাগলে কোষ্ঠীতে চাঁদ দুর্বল হয়ে যায়।

তুলসী

হিন্দুধর্মে তুলসী পাতাকে মা লক্ষ্মীর সমান মর্যাদা দেওয়া হয়। তুলসী হলেন শ্রীবিষ্ণুর পত্নী। তাই হিন্দু বাড়িতে প্রতিদিন তুলসী পুজো করার রীতি প্রচলিত আছে। ভুলেও কোনও দিনও তুলসী পাতায় পা লাগাবেন না। তুলসী পাতায় পা লাগলে আপনাকে প্রচণ্ড পাপের ভাগী হতে হবে।

খাদ্য ও পানীয়

খাদ্য ও পানীয় ছাড়া কোনও প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। যেহেতু খাদ্য ও পানীয়ের সাহায্যেই আমরা বেঁচে থাকি। হিন্দুধর্মে খাবারকে মা অন্নপূর্ণা বলে মনে করা হয়। খাবার বা পানীয়ে যদি পা লাগে তবে এর ফলে মা অন্নপূর্ণাকে অশ্রদ্ধা জানানো হবে। তাই ভুলেও খাবারের গায়ে যেন পা না লাগে

টাকা

টাকা হল স্বয়ং মা লক্ষ্মীর রূপ। টাকায় পা লাগলে আপনার উপর রুষ্ট হয়ে বিদায় নেবেন মা লক্ষ্মী।

পুজোর সামগ্রী

পুজোর সামগ্রীতে পা লাগলে এর ফলে যে পাপ হয়, তাতে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভুলেও কখনও পুজোর সামগ্রীতে পা দেবেন না।


You might also like!