Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Health

8 months ago

Benefits of jackfruit Seeds: কাঁঠালের বীজের পুষ্টিগুণ অসাধারণ - ফেলে না দিয়ে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন!

Jackfruit seed
Jackfruit seed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কাঁঠাল শুধু উপাদেয় একটি ফল নয়,কাঁঠালের পুষ্টিগুণ প্রচুর। কিন্তু তাই বলে কাঁঠালের বীজ কিন্তু ফেলনা নয়। এতেও আছে প্রচুর পুষ্টিগুণ। কাঁঠালের বীজের পুষ্টিগুণ জানিয়েছেন জনৈক পুষ্টিবিদ।

১) এটি হজম শক্তি বাড়ায় কারণ কাঁঠালের বীজে আছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার হজম শক্তি বাড়ায়। সেইসঙ্গে নিয়মিত মলত্যাগের সাহায‍্য করে।  

২) হার্ট ভালো রাখে কাঁঠালের বীজ,এতে থাকা পটাশিয়াম, ব্লাড প্রেসার কমাতে সাহায‍্য করে। সেইসঙ্গে হ‍ৃৎপিণ্ড ভাল রাখে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়৷   

৩) হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে, স্বাস্থ্যকর হাড় গঠনে ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য পুষ্টির প্রয়োজন। ম্যাগনেসিয়াম তাদের মধ্যে একটি। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত করে। 

 ৪) কাঁঠালের বীজ মেটাবলিজম বাড়ায়। কাঁঠালের বীজে কার্বোহাইড্রেট থাকায় এটি শরীরের শক্তি বাড়ায়৷ বিভিন্ন পুষ্টিবিদ মনে করেন,‘‘কাঁঠালের বীজে , ভরপুর বি-কমপ্লেক্স ভিটামিন রয়েছে, যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে এবং স্বাস্থ্যকর বিপাককে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,"।

 ৫) মেয়েদের মধ্যে অ্যানিমিয়ায় আক্রান্তের সংখ্যা পুরুষদের তুলনায় বেশী। এই কাঁঠালের বীজ অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও কাঁঠালের বীজে আয়রন আছে৷ এই আয়রন দেহে লোহিত কনিকার মাত্রা বাড়ায় ৷ দেহের নানান গুণাবলি বজায় রাখতে কাঁঠালের বীজ সহায়ক।  

উপরিউক্ত উপকারের জন্য কাঁঠালের বীজ কার্যকরী। তাই কাঁঠালের বীজ ফেলে না দিয়ে সেদ্ধ করে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন।  

You might also like!